তৌকির আহাম্মেদ,সাভারঃ
সাভারের আশুলিয়ায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের পাশে লেগুনা গর্তে পড়ে স্থানীয় পোষাক কারখার দুই শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন অন্তত আরো ৪জন লেগুনাযাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের আশুলিয়ার জামগড়া এলাকায় ফ্যান্টাসি কিংডমের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আশুলিয়ার এনভয় গার্মেন্টসের সুপারভাইজার বদরুল আলম গাজী (৩৬) ও ইউনিমাস স্পোর্টসওয়্যার লিমিটেড কোম্পানির কর্মচারী হৃদয় মিয়া (৩৫)।
স্থানীয়রা জানায়, লেগুনাটি সড়ক দিয়ে যাওয়ার সময় সড়কের পাশের গর্তে পড়ে যায়। এতে লেগুনার ৫ থেকে ৬ জন যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের ৪ জনকে উদ্ধার করে পার্শ্ববর্তী আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের এসিস্ট্যান্ট ম্যানেজার হাবিবুর রহমান বলেন, হাসপাতালে ৪ জনকে আনা হয়। যার মধ্যে দুইজন আগেই মারা গিয়েছে বলে জানায় কর্তব্যরত চিকিৎসক। এ ছাড়া আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা তালুকদার বলেন, সড়কের পাশের একটি গর্তে লেগুনা পড়ে দুই জন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় লেগুনার চালক ও তার সহকারী কাউকে আটক করা সম্ভব হয়নি।