ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ইউনিসেফ প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

রফিকুল ইসলাম (স্টাফ রিপোর্টার)

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিলের (ইউনিসেফ) প্রতিনিধিদল।বুধবার ( ৯ অক্টোবর)  অক্টোবর) ইউজিসিতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম অংশগ্রহণ করেন।

সভায় দুই সদস্যের ইউনিসেফ বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এসবিসি সেকশন প্রধান ব্রিজেট জব-জনসন। প্রতিনিধিদলের অন্য সদস্য হলেন এসবিসি প্রোগাম ম্যানেজার বদরুল হাসান।

সভায় জানানো হয়, সামাজিক ও আচরণগত পরিবর্তনে ইউনিসেফ ও ইউজিসি’র একটি যৌথ অংশীদারিত্ব কর্মসূচি গ্রহণ করেছে। এর আওতায় দেশের বিশ্ববিদ্যালয়ে আচরণ বিজ্ঞান বিষয়ে গবেষণা পরিচালনাসহ সামাজিক ও আচরণগত পরিবর্তন বিষয়ে ফেলোশিপ, স্বল্প মেয়াদী কোর্স চালু, নীতিমালা ও পাঠ্যক্রম প্রণয়ন, প্রশিক্ষণ, সেমিনার ও ওয়ার্কশপ আয়োজন করা হবে। এছাড়াও, এই কর্মসূচির অধীনে শিশু ও মায়েদের স্বাস্থ্য, পুষ্টি, সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ করা হবে।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর এস এম এ ফায়েজ ইউনিসেফ প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং প্রস্তাবিত দুই বছর মেয়াদী এ কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। গৃহীত কর্মসূচি সামাজিক ও আচরণগত পরিবর্তন বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে তিনি মত প্রকাশ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *