শোক সংবাদ:
আজ বৃহস্প্রতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪ দৈনিক আমাদের কন্ঠের ক্রিয়েটিভ সম্পাদক মোঃ রাহাত ইসলামের নানী এ দুনিয়ার সকল মায়া ত্যাগ করে পরকালে চলে যান “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”। তিনি সকাল ১১:৫০ ঘটিকায় স্বাভাবিক ইন্তেকাল করেন তার ছোট ছেলে শাহাজাদার নিজ বাসস্থানে। তার নাম সুফিয়া বেগম বয়স প্রায় ৯৫ বসরের উর্ধে জীবনকাল কাটান। মৃত আলী আজিম খান জোমাদ্দারের স্ত্রী ছিলেন তিনি। বাইংচোটকি, পাথরঘাটা, বরগুনা জেলায় বসবাস করতেন। ৪ ছেলে ও ৪ মেয়ে সন্তানের মাতা তিনি। বৃদ্ধা বয়সে তার ছোট ছেলের সাথেই তার শেষ জীবন অতিবাহিত করেন। তার বড় ছেলে ছিলেন বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিদর্শক মৃত শাজাহান মাহাম্মুদ। এছাড়া ছোট মেয়ের স্বামী প্রবীণ সাংবাদিক ও জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য মৃত এইচ এম জালাল আহম্মেদের (ক্রিয়েটিভ সম্পাদক মোঃ রাহাত ইসলামের পিতা) শাশুড়ী। ক্রিয়েটিভ সম্পাদক রাহাতের নানী একজন ন্যায়পরায়ণ ও ধর্মনিষ্ঠ ছিলেন। তার শেষ জীবনকাল পর্যন্ত তিনি আল্লাহর ইবাদাত বন্দেগী করে গেছেন। তার পরিবারের সকলের উপস্থিতিতে আজ আসর নামাজের পর বিকাল ৪ ঘটিকায় জানাজা সম্পন্ন হয়েছে। আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুক, আমিন।