ইন্দুরকানীতে মাকে গাছের সঙ্গে বেঁধে বসতঘরে আগুন দিলো ছেলে

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় মাকে গাছের সঙ্গে বেঁধে বসতঘর আগুনে পুড়িয়ে দিয়েছে ছেলে। রবিবার রাতে উপজেলার চরনী পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলে মো. আল-আমিনকে আটক করেছে পুলিশ। আটক আল-আমিন উপজেলার চরনী পত্তাশী গ্রামের জয়নাল কাজীর ছেলে এবং চাকরিচ্যুত সেনা সদস্য।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালে আল-আমিন পরকীয়া ও মাদকাসক্তির কারণে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হয়। আল আমিনের চারিত্রিক সমস্যার কারণে প্রথম স্ত্রী ও পরে তার দ্বিতীয় স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। এ ঘটনায় আল-আমিন তার বাবাকে দোষারোপ করতে থাকে। রবিবার সকালে আল-আমিন চট্টগ্রাম থেকে বাড়ি এসে তার বাবাকে হত্যার জন্য দা নিয়ে ঘুরতে থাকে। এটা দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ আল-আমিনের বাড়িতে গেলে সে পালিয়ে যায়। পুলিশ চলে যাওয়ার পর আল-আমিন উত্তেজিত হয়ে তার মাকে ঘর থেকে টেনে বাইরে বের করে সুপারি গাছের সঙ্গে বেঁধে পেট্রোল দিয়ে বসতঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আল-আমিনকে আটক করে। এদিকে আগুনে সবকিছু ভস্মীভূত হয়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন আল-আমিনের বাবা জয়নাল কাজী।

ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, রবিবার রাত ৯টার দিকে ঘটনাস্থল থেকে আল-আমিনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় রাতেই আল-আমিনের বাবা জয়নাল কাজী বাদী হয়ে থানায় মামলা দায়ে করেছে। সোমবার সকালে আল-আমিনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Advertisement
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement
Advertisement