ই-রিটার্ন সিস্টেমের সমস্যা সমাধানে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মশালা অনুষ্ঠিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর আগারগাঁওয়ে অনলাইন রিটার্ন দাখিলে “ই-রিটার্ন সিস্টেম এর সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের উপায় নির্ধারণ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ মার্চ ) সকালে জাতীয় রাজস্ব বোর্ডের মাল্টিপারপাস হলে এ আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো: আবদুর রহমান খান এফসিএমএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি এম আবুল কালাম কায়কোবাদ, সদস্য (কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা), জাতীয় রাজস্ব বোর্ড।

কর্মশালায় অংশীজনদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি চাকুরিজীবি, পেশাজীবি, সকল তফশিলি ব্যাংকের প্রতিনিধি, মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, ছয়টি বহুজাতিক কোম্পানির প্রতিনিধি, ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন, বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশন, দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্টস অব বাংলাদেশ (ICMAB), দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্টেন্টস অব বাংলাদেশ (ICAB) এর প্রতিনিধিগণ। এছাড়াও ঢাকাস্থ কর অঞ্চল সমূহের কর কমিশনার ও মহাপরিচালকবৃন্দ এবং জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ঝামেলা মুক্ত এবং সময় সাশ্রয়ী হওয়ায় ও অনলাইন রিটার্ন ব্যবস্থা চালু হওয়ার ফলে রিটার্ন নিয়ে মানুষের মধ্যে যে ভীতি কাজ করতো তা অনেকাংশ দূর হয়েছে। আয়কর রিটার্ন শতভাগ অনলাইন হলে রিটার্ন দাখিলের হার অনেক বেড়ে যাবে বলে আলোচকগণ আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য,  এ বছর অনলাইন রিটার্ন দাখিলে উল্লেখযোগ্য সাড়া লক্ষ্য করা যায়। ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড ১৪,৯৬,৪৭৬ (চৌদ্দ লক্ষ ছিয়ানব্বই হাজার চারশত ছিয়াত্তর) জন করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেন। একই সময়ে ১৮,৯০,৩০৫ (আঠারো লক্ষ নব্বই হাজার তিনশত পাঁচ) জন করদাতা অনলাইন রিটার্নের জন্য রেজিস্ট্রেশন করেন। আগামী অর্থ বছর থেকে শতভাগ আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করার পূর্বপ্রস্তুতি হিসেবে এ কর্মশালার আয়োজন করা হয়।

 

 

 

 

 

 

 

 

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement