ঈদগাঁওতে মেম্বারের নেতৃত্বে তিন গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে চেয়ারম্যানের নির্দেশনা পালন করতে যাওয়ার পথে স্হানীয় নুর মোহাম্মদ মেম্বার দলবলসহ গতিরোধ করে ৩ জন গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ উঠেছে। গত ৪ মার্চ রাত সাড়ে ১০ টার দিকে ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস রিফাত সড়কস্হ নুরুল আবছারের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

এজাহার সূত্রে জানা যায়, গত ৪ মার্চ রাত ১০ দিকের এলাকায় এক ব্যক্তি অন্য লোকের জায়গা দখল করে বাউন্ডারি ওয়াল নির্মাণ করছে, এমন সংবাদে চেয়ারম্যান দেলাওয়ার হোসেন গ্রাম পুলিশ বেদারুল ইসলাম, হেলাল উদ্দিন ও দফাদার বাবুলকে ঘটনাস্থলে যাওয়ার জন্য নির্দেশনা দেয়।চেয়ারম্যানের নির্দেশনা পালন করতে তিনজন মোটরসাইকেল যুগে ঘটনাস্থলে যাওয়ার পথে নতুন অফিস রিফাত সড়কস্হ নুরুল আবছারের দোকানের সামনে নুম মোহাম্মদ মেম্বার তার দলবলসহ লাঠিসোঁটা নিয়ে গতিরোধ করে হামলা করে গ্রাম পুলিশ বেদারুল ইসলাম, হেলাল উদ্দিন ও দফাদার বাবুলকে মারধর করে গুরুতর আহত করে। আহতদের শোর চিৎকার শুনে লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা আইনের আশ্রয় নিলে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এসময় হামলাকারীরা মোটরসাইকেল ভাংচুর করে নগদ টাকা লুট করে নিয়ে যায়।এ ঘটনায় আহতদের প্রায় ৫৬ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ঘটনায় গ্রাম পুলিশ বেদারুল ইসলাম বাদী হয়ে ইসলামপুর ৩ নং ওয়ার্ডের উত্তর নাপিতখালীর মৃত মোঃ কালু প্রকাশ কালু সিকদারের ছেলে নুর মোহাম্মদ মেম্বার সহ অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করে ঈদগাঁও থানায় এজাহার দায়ের করেছে।

হামলাকারী নুর মোহাম্মদ মেম্বার সহ জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে জেলা পুলিশ সুপার সহ ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মশিউর রহমান বলেন,এটা উপজেলা প্রশাসনের বিষয়, উপজেলা প্রশাসন থেকে নির্দেশনা আসলে ব্যবস্থা নেয়া হবে।তবে এবিষয়ে থানায় এজাহার দেয়া হয়নি।

ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বিমল চাকমা বলেন,এবিষয়ে অবগত হয়েছি,দাপ্তরিকভাবে যে ব্যবস্থা নেয়া দরকার তা গ্রহণ করা হবে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement