উজিরপুরে দুই বিএনপি নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

বরিশাল জেলা প্রতিনিধি:

বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম তালুকদার ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন তালুকদারের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়নবাসী।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৫ টায় হারতা বন্দরে হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনে অংশগ্রহন করে হারতা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মীরা ও ব্যবসায়ীরা।
এসময় বক্তৃতা করেন হারতা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফিরোজ হোসেন হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোস্তফা কামাল, সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম তালুকদার, হারতা ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম তালুকদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শিরাজুল ইসলাম।

উল্লেখ্য- ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সিএনজি গাড়ি যোগে হারতা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন তালুকদার ও হারতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম তালুকদার উজিরপুর যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়ে ওটরা ইউনিয়নের হাবিবপুর কালি মন্দিরের সামনে পৌঁছলে পরিকল্পিত তাদেরকে পথরোধ করে অতর্কিত হামলা চালায়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাঃ আহত তরিকুল ইসলাম তালুকদারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা হাসপাতালে প্রেরণ করেন। আহত মহিউদ্দিন তালুকদারকে বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় আহত মোঃ তরিকুল ইসলাম তালুকদার জানান মধ্য কেশবকাঠী গ্রামের মোঃ রফিক মল্লিক, মোঃ মিজানুর রহমান,মোঃ লিটন মৃধা,মোঃ পলাশ মৃধা,খোকন মৃধা,মেহেদী মৃধা,পনির মল্লিক, খলিল মল্লিক, জুয়েল মৃধা, সোহাগ মৃধাসহ অজ্ঞাত ১০/১২ জন মিলে আমাদেরকে হত্যার উদ্দেশ্যে হাতুড়িপেটা করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটে নেয় এবং সিএনজি গাড়ি ভাংচুর করে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে ওই সন্ত্রাসীরা। হামলার ঘটনায় আহত মোঃ তরিকুল ইসলাম তালুকদার বাদী হয়ে উজিরপুর মডেল থানায় উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মানববন্ধনে বক্তৃতাকালে হারতা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফিরোজ হাওলাদার বলেন- প্রথমে ওই সন্ত্রাসীরা হারতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম তালুকদারের উপর পরিকল্পিত ভাবে হামলা চালায়। এর কিছুক্ষন পরেই হারতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম তালুকদার ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন তালুকদারকে হত্যার উদ্দেশ্য হামলা চালায়। এছাড়া মারধর ফিরাতে গিয়ে হামলার শিকার হন হারতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শিরাজুল ইসলাম ফরাজি।

এদিকে হামলার ঘটনায় জড়িতদের অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন হারতাবাসী। এছাড়া হামলাকারীদের বিচার না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলে হুশিয়ারি দেন বিক্ষুব্ধরা।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান- উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement