নিজস্ব প্রতিবেদকঃ
জিয়ার সৈনিক কর্তৃক আয়োজিত ১নং ফতেপুর ইউনিয়নের ভেড়িগাঁও মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে এম সাইফুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ফাইনাল ম্যাচ ১মার্চ অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয় এম. এফ. সি বেতাহুঞ্জা ক্লাব ও রানার্সআপ হয় সোনার বাংলা স্পোর্টিং ক্লাব শাহবাজপুর। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে- উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল -মৌলভীবাজার জেলা শাখার বিএনপির সদস্য সচিব জনাব,আব্দুর রহিম রিপন, বিশেষ অতিথি রাজনগর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জনাব,আব্বাছ আলী মাষ্টার, বিশেষ অতিথি – জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার- সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব, ইসহাক চৌধুরী মামনুন।মঞ্চে সভাপতিত্ব করেন ১নং ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কমর উদ্দিন।তাছাড়া উপস্থিত ছিলেন ১ নং ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাকিম টিটু সহ জেলা ও উপজেলা ইউনিয়ন বিএনপি,যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।উক্ত খেলায় টুর্নামেন্ট কমিটির সভাপতি হাফিজুর রহমান পংকি খেলাটি পরিচালনা করেন।উক্ত খেলায় ১ম পুরুষ্কার ছিল মোটর সাইকেল (দাতা যুক্তরাজ্য প্রবাসী ছাতির আহমদ), ২য় পুরুষ্কার ছিল নতুন ফ্রিজ (দাতা যুক্তরাজ্য প্রবাসী মোফাজ্জল মিয়া)। অনুষ্ঠানটি এলাকার ব্যবসায়ী ও প্রবাসী ভাইদের সহযোগিতায় সুন্দর ভাবে সম্পন্ন হয়।