কলাপাড়ায় অপহরণ মামলার নাটকীয় মোড়: প্রেমিকের বাড়ি থেকে উদ্ধার স্ত্রী

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

এস এম আলমগীর হোসেনঃ

কলাপাড়ার পশ্চিম চাকামইয়া গ্রামে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর অপহরণ মামলার নাটকীয় মোড় নিয়েছে। গত ২ এপ্রিল ২০২৫, রাতের অন্ধকারে নিখোঁজ হন পশ্চিম চাকামইয়া গ্রামের বাসিন্দা আলমগীর হোসেনের স্ত্রী মোসাম্মৎ আখি আক্তার। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় কলাপাড়া থানায় একটি অপহরণ মামলা (মামলা নং-০২, তারিখ: ০২-০৪-২০২৫, দায়ের করা হয়। মামলার পরপরই পুলিশ তদন্তে নামে এবং ভিকটিমের স্বামী, ননদসহ মোট ৭ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।

তবে ঘটনার রেশ না কাটতেই গতরাতে ডিবি পটুয়াখালীর একটি চৌকস দল অভিযান চালিয়ে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রেশিবপুর গ্রামের একটি বাড়ি থেকে ভিকটিম আখি আক্তার ও তার প্রেমিক হাসান মাহমুদ (২৮), পিতা মৃত ফজলুর রহমান-কে নাটকীয়ভাবে উদ্ধার করে।

বর্তমানে ভিকটিম ও তার প্রেমিককে কলাপাড়া থানা হাজতে রাখা হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে এবং পুলিশ বলছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা আরও পরিষ্কার হবে।

স্থানীয়দের মতে, এ ঘটনা প্রমাণ করে ভালোবাসা কখনও কখনও আইন ও সমাজের নিয়ম ভেঙেও এগিয়ে যায়। তবে এতে ক্ষতিগ্রস্ত হয় নিরপরাধ অনেক পরিবার।

এ বিষয়ে কলাপাড়া থানা ও ডিবি পটুয়াখালীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানানো হয়েছে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement