এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের ০৪নং ওয়ার্ডস্থ ধানখালী গ্রামে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। ২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার দিবাগত রাত ১টা ৩০ মিনিট থেকে ৩টা পর্যন্ত এ ঘটনা ঘটে। মুখোশধারী ৭-৮ জনের এক দল সশস্ত্র ডাকাত ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ২৪ লাখ ৪৮ হাজার টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।
ঘটনার বিবরণ: ভিকটিম মোঃ দেলোয়ার জমাদ্দার (৬৫) ও তাঁর পরিবার রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের সময় দেলোয়ার জমাদ্দারের ঘুম ভাঙলে তিনি দেখেন, তাঁর ঘরে ৭-৮ জন মুখোশধারী ডাকাত প্রবেশ করেছে। ডাকাতরা তাঁকে এবং তাঁর বেয়াই মোঃ আলম হাওলাদারকে হাত-পা বেঁধে খাটে শুইয়ে রাখে। একই সঙ্গে মহিলাদেরও একটি রুমে নিয়ে খাটের ওপর শুইয়ে পাহারায় রাখে।
ডাকাতদের মধ্যে দুজনের কাছে পিস্তল ও বাকিদের কাছে রামদা ছিল। তারা ঘরের চাবি নিয়ে আলমারি ও শোকেস খুলে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে।
লুট হওয়া মালামালের তালিকা:স্বর্ণালংকার: ১৫ ভরি (মূল্য অনুমান ২১ লাখ টাকা),রুপার গহনা: ১২ ভরি (মূল্য ৪৮ হাজার টাকা),নগদ টাকা: ১ লাখ ৫০ হাজার টাকা।সর্বমোট: ২৪ লাখ ৪৮ হাজার টাকা।
ডাকাতরা বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলছিল। তাদের মধ্যে একজন লুঙ্গি পরিহিত ও কাঁচা দাড়িওয়ালা ছিল, বাকিরা শর্ট প্যান্ট পরা ছিল।
ডাকাতির পর ঘটনা: ডাকাতি শেষে তারা বাড়ির সামনের জররা (বাঁশের বেড়া) খুলে পশ্চিম দিকে হেঁটে চলে যায়।এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয়রা দ্রুত তদন্ত ও ডাকাতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।