কলাপাড়ায় আন্ধারমানিক নদীতে মাছ ধরতে বাধা, জেলেদের বিক্ষোভ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ

কলাপাড়ায় বাংলাদেশ নৌবাহিনী নীলগঞ্জ ক্যাম্প সংলগ্ন আন্ধারমানিক নদীতে মাছ ধরতে না পারার অভিযোগ তুলে বিক্ষোভ করেছে স্থানীয় জেলেরা। সোমবার (২৪ মার্চ) দুপুরে নৌবাহিনী ক্যাম্প এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

জেলেরা অভিযোগ করেন, নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামের শহিদ এর নেতৃত্বে ইউনুস হাওলাদার ও খলিল হাওলাদারসহ কয়েকজন তাদের মাছ ধরতে বাধা দিচ্ছে। তারা দাবি করছে, কোনো লিস্ট অনুযায়ী নির্দিষ্ট লোকজনই মাছ ধরতে পারবে। এ কারণে সাধারণ জেলেরা নদীতে নামতে পারছেন না। কেউ কেউ নদীতে মাছ ধরতে নামলে, জেলেরা হামলার শিকার হচ্ছে।

ভুক্তভোগী জেলেদের মধ্যে মোঃ আবুল হোসেন, মোঃ আবু হানিফ, মিজানুর রহমান, মোঃ মাহতাব তালুকদার, হাসান গাজী, রাজ্জাক গাজী ও সজিব হাওলাদার জানান, নদীটি তাদের জীবিকার প্রধান উৎস। কিন্তু বাধার কারণে তারা মাছ ধরতে পারছেন না, যা তাদের পরিবার-পরিজনের জন্য বড় সংকট তৈরি করেছে।

বিক্ষোভকারীরা প্রশাসনের কাছে দ্রুত এই সমস্যা সমাধানের দাবি জানান, যাতে তারা নির্বিঘ্নে খালে মাছ ধরতে পারেন।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement