এস এম আলমগীর হোসেন কলাপাড়াঃ
গণঅধিকার পরিষদ এর কলাপাড়া উপজেলা শাখার নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কলাপাড়া প্রেসক্লাব মার্কেটে এ উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ফাতিমা তাসনিম। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির স্বাধীনতা ও মুক্তিযোদ্ধা বিষয়ক সহ সম্পাদক রবিউল আউয়াল অন্তর। উপস্থিত মমিন মন্টু, মোঃ জাফর, এবং মোঃ নজরুল ইসলাম, মোঃ আরিফ।
এ সময় গণঅধিকার পরিষদ এর নেতৃবৃন্দ কলাপাড়ার জনগণের অধিকার সংরক্ষণে একত্রিত হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতি ছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতা, গণমাধ্যমকর্মী, এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।