কলাপাড়ায় জনস্বার্থে পুকুর ইজারা বাতিলের দাবি এলাকাবাসীর মানববন্ধন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

কলাপাড়া প্রতিনিধিঃ

কলাপাড়ায় একটি গুরুত্বপূর্ণ জনসাধারণের পুকুরকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে এলাকাবাসী। বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন গৌরী রায়, খুকুমণি হালদার, সঞ্জিব হালদার, নন্দকুমার সাহা প্রমুখ।

এলাকাবাসীর দাবি, বহুদিন ধরে ব্যবহৃত পুকুরটি শুধুমাত্র একটি জলাধার নয়, বরং এটি এলাকার ধর্মীয়, সামাজিক ও দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

জানা গেছে, পুকুরটি একটি ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত যেখানে সম্মুখভাগে বহু হিন্দু পরিবার যুগ যুগ ধরে বসবাস করে আসছে। এলাকার পানির স্তর অনেক নিচে হওয়ায় এবং লবণাক্ততা বেড়ে যাওয়ায় এই পুকুরের জলই বহু মানুষ দীর্ঘকাল ধরে পান, রান্না ও অন্যান্য গৃহস্থালী কাজে ব্যবহার করে আসছেন।

পুকুরটির পাশে রয়েছে এলাকার অন্যতম প্রাচীন সার্বজনীন সনাতন ধর্মীয় প্রতিষ্ঠান “শ্রী শ্রী গৌড় গোবিন্দ সেবাশ্রম”, যেখানে নিয়মিত পূজা-পার্বণ ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসব আয়োজনে অংশগ্রহণকারী ভক্ত ও কীর্তনীয়া লোকজন পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ যাবতীয় কাজে এই পুকুরের পানি ব্যবহার করেন। এছাড়াও পুকুরের পাশেই রয়েছে এলাকার একমাত্র চলাচলের রাস্তা।মানববন্ধনে ভুক্তভোগী পরিবার এবং স্থানীয়রা অংশগ্রহণ করেন।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement