কলাপাড়া প্রতিনিধিঃ
কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের নতুনপাড়া গ্রামে একটি জেলে পরিবার চাঁদা না দেওয়ায় নানা হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে।ভুক্তভোগী আবুল হোসেন জানান, প্রায় ২০ বছর আগে তিনি ৬ শতাংশ জমি ক্রয় করে সেখানে বসবাস করে আসছিলেন। সম্প্রতি ওই জমিতে ঘর তুলতে গেলে স্থানীয় কয়েকজন ব্যক্তি চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা বাধা সৃষ্টি করে এবং ভয়ভীতি দেখায় বলে অভিযোগ করেন তিনি।
আবুল হোসেনের ভাষ্য, তার জমির পাশের একটি কোম্পানি নতুন করে জমি কিনেছে এবং তার জমি দখলের চেষ্টা চালাচ্ছে। স্থানীয় জামাল দেওয়ান ও নুরুল আমিনকে দিয়ে তাকে জায়গা ছাড়তে চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী পরিবার জানায়, নির্মাণকাজ করতে গেলেই বাধা দেওয়া হচ্ছে এবং বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। তারা স্থানীয় প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছেন এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চেয়ে জেলে পরিবারটি নিরাপত্তা ও শান্তিপূর্ণ বসবাসের দাবি জানিয়েছে।