কলাপাড়ায় শুরু হয়েছে ২০ দিন ব্যাপি তারুণ্যের মেলা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ স্লোগান নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় তারুণ্যের কারুপন্য ও কৃষি পণ্যের মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১১ টায় প্রথম দিন প্রধান অতিথি হিসেবে তারুণ্যের কারুপণ্য ও তারুণ্যের কৃষি মেলার আনুষ্ঠানিক উদ্ধোধণ করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম।

তারুণ্যের মেলাকে ঘিরে কলাপাড়া উপজেলা পরিষদ খেলার মাঠে বসেছে অর্ধশত বিভিন্ন পণ্যের দোকান। মেলার কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদের যন্ত্রপাতি ছাড়াও আকর্ষণ ছিলো কৃষকদের উৎপাদিত পণ্য, নারীদের তৈরি কারুপণ্যসহ বিভিন্ন প্রসাধনী ও বৈজ্ঞানিক কৃষি গবেষণার বিভিন্ন সামগ্রী প্রদর্শন করা হয়। যা দেখতে ভীড় করে শতশত মানুষ।

উদ্ধোধনী  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া সেনা ক্যাম্প কমান্ডার মোঃ কবির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, পৌর বিএনপির সাধারন সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সি, মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খান দুলাল, ধুলাসার ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শাহাজাদা হাওলাদার প্রমুখ।

২০ দিন ব্যাপী তারুণ্যের মেলায় লোকজ ও গ্রামীণ ঐতিহ্যবাহী নৌকা বাইচ, গ্রামীন খেলা ধুালার আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে এ উৎসব।

উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বলেন, কলাপাড়ায় প্রথমবারের মতো এ উৎসবে বাংলার ঐতিহ্যবাহী খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আধুনিক সকল পণ্যের সমাহার থাকবে এ মেলায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *