সাতক্ষীরা প্রতিনিধিঃ
মৃগী রোগী পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আফসানা পারভিন (১০) ছোট বোনকে সাথে নিয়ে পুকুরে গোসল করতে যেয়ে ছোট বোন গোসল করে ফিরে আসলেও শিক্ষার্থী আফসানাকে ফিরতে হয়েছে লাশ হয়ে ।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের রানিতলা গ্রামে । নিহত আফসানা পারভিন রানিতলা গ্রামের মৃত মোস্তাক আহমেদের কন্যা ।
গোসল করে না ফেরায় অনেক খোঁজাখুঁজির পর পুকুরে জেলে এবং ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যদের জালে ধরা পড়ে আফসানার লাশ । মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল সাংবাদিকদের জানান, আফসানা প্রতিদিনের ন্যায় ছোট বোনকে সাথে নিয়ে পুকুরে গোসল করতে যায় ।
শীতের কারণে ছোট বোন গোসল করে দ্রুত ফিরে আসলেও আফসানা একা একা পুকুরে নেমে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে করুন মৃত্যু হয় । পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের সদস্য ও জেলেদের খবর দেওয়া হয় । জেলেদের জাল টানায় আফসানার লাশ পাওয়া যায় । শিক্ষার্থী আফসানার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।