শহিদুল ইসলাম খোকন, গাইবান্ধাঃ
গাইবান্ধার অন্যতম ক্রীড়া সংগঠন কিশলয় ক্রীড়া চক্রের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রয়াত গোলাম মারুফ মনার স্মরণে দু’দিনব্যাপী টেবিল টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে রংপুর, রাজশাহীসহ গাইবান্ধার ৯টি দল অংশগ্রহণ করে।
শহরের পূর্বপাড়ায় সংগঠন কার্যালয়ে বুধবার রাতে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম. আবদুস সালাম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ক্রীড়া সংগঠক ও পৌর বিএনপির আহবায়ক শহীদুজ্জামান শহীদ ও বাংলাদেশ টেবিল টেনিসের স্বর্ণজয়ী খেলোয়াড় মুসতামিন আহমেদ হৃদয়।
সংগঠনের সভাপতি মো. নূর আলম খাঁনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক মামুনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাজহাদা, অধ্যক্ষ জহুরুল কাইয়ুম, কাজী জিয়াউল হাফিজ, কাজী হারুনর রশিদ সেলিম, আসাদুজ্জামান সরকার হাসু প্রমুখ।
ফাইনালে বালক এককে (১২ বছর) স্বচ্ছ রানার আপ ও জাহিন চ্যাম্পিয়ন, বালক এককে (১৮ বছর) রাব্বি রানার আপ ও আলাভী চ্যাম্পিয়ন, বালিকা এককে (১৮ বছর) রাফিয়া রানার আপ ও লক্ষ্মী চ্যাম্পিয়ন হয়। বালক দ্বৈতে (১৮ বছর) অলি ও জাহিন রানার আপ এবং লিটন ও রাব্বি চ্যাম্পিয়ন হয়। বালিকা দ্বৈতে (১৮ বছর) রায়তা ও রাফিয়া রানার আপ এবং সিগমা ও লক্ষ্মী চ্যাম্পিয়ন হয়।
এর আগে মঙ্গলবার টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্রীড়া সংগঠক ও পৌর বিএনপির আহবায়ক শহীদুজ্জামান শহীদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কাজী হারুন অর রশিদ সেলিম ও বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা।