কুষ্টিয়া প্রতিনিধি:
দৈনিক আমার দেশ-এর মজলুম সম্পাদক সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমানসহ চার সাংবাদিকের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল কর্তৃক দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে কুষ্টিয়ায়। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে আমার দেশ পাঠকমেলার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা, গত ১৬ বছর আমরা মামলা-হামলার শিকার হয়েছি। ৫ আগস্টের পরও আমারা রাস্তায় দাড়িয়েছি এটি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আজকে আমরা যার বিরুদ্ধে রাস্তায় দাড়িয়েছি, সেই মোস্তফা কামাল গত ১৬ বছরে একলাখ কোটি টাকা পাচার করেছে। এই নিউজের কারনে ফ্যাসিস্ট হাসিনার অন্যতম দোসর ও মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল মামলা করেছে মজলুম সম্পাদক ড. মাহমুদুর রহমানের নামে। আমরা অবিলম্বে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এবং পলাতক ফ্যাসিস্ট হাসিনার অন্যতম দোসর ও মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালকে গ্রেপ্তারের দাবী জানাই।
সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ, নাগরিক কমিটির সদস্য আলী মুহাম্মদ মুজাহিদ, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও স্থানীয় দৈনিক হাওয়া পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার সম্পাদক ও কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন প্রমুখ।
এসময় স্থানীয় দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক ও কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, ডেইলি সান’র রিজিওনাল করেসপন্ডেন্ট ড. আমানুর আমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ, সমকাল ও বিডিসি টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি সাজ্জাদ রানা, স্থানীয় দৈনিক দিনের খবর পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক, পাঠক মেলা কুষ্টিয়ার আব্দুম মুনিব, আমার দেশ এর কুষ্টিয়া প্রতিনিধি দেলোয়ার মানিক, দিনের শেষে পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি নিজাম উদ্দিন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিল।