কেরাণীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রনেতার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

আমাদের কন্ঠ প্রতিবেদক:

কেরাণীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের ছাত্রনেতা সাজ্জাদ আল ইসলামের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কেরাণীগঞ্জের প্রতিবাদী ছাত্র-জনতা। আজ ১৯ নভেম্বর মঙ্গলবার কেরাণীগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় লিখিত বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের শুভাঢ্যা ইউনিয়ন প্রতিনিধি পরিচয় বহনকারী ছাত্রনেতা সাজ্জাদ আল ইসলাম বলেন, ১৭ নভেম্বর রাত আনুমানিক সাড়ে এগারোটার সময় দক্ষিণ কেরাণীগঞ্জের  ইকুরিয়া প্রাথমিক বিদ্যালযের সামনে শুভাঢ্যা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবদলের সাংগঠিক সম্পাদক হাসিবুল হাসান অনিকগং তার ওপর অতর্কিত হামলা চালায়। এই হামলায় হাসিবুলের ছোট ভাই ইফাজ,সোহান ও কালা বাবুসহ আরো কয়েকজন ছিলো। তারা সাজ্জাদকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট যুব ও ক্রিয়া সংগঠক সাইমন চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা  ইঞ্জিনিয়ার কামাল হোসেন, রাব্বি ইসলাম নিলয়, সাদিয়া, শহিদুল ইসলাম ও নোমান  প্রমূখ।

এসময় বক্তারা বলেন বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের নেতা আল ইসলাম সন্ত্রাস, চাদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে দাড়িয়ে সভা সমাবেশ করায় তার ওপর চড়াও হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়। তাই এ  সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের দায়েরকৃত মামলার আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *