কেরানীগঞ্জে জমি রেজিস্ট্রি করতে গিয়ে ভুয়া দাতাসহ গ্রেফতার- ৩

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকার কেরানীগঞ্জে অন্যের জমি ভুয়া দাতা সেজে বিক্রি করার সময় ভুয়া দাতা সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ সাব রেজিস্ট্র্রি অফিস থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ভুয়া দাতা মো: মিঠু, দলিলের স্বাক্ষী নুর মোহাম্মদ ও সহযোগী সাগর আহমেদ বাবু।

দক্ষিণ কেরানীগঞ্জের সাব রেজিস্ট্রার মো: ইমরুল খোরশেদ বলেন, কুলমিরচর মৌজায় সিরাজ মিয়ার নামে থাকা ৫ শতাংশ জমি সাব কবলা দলিল করতে সাব রেজিস্ট্রার অফিসে আসেন মিঠু সহ অন্যরা। এসময় মিঠু নিজেকে জমির মালিক মানে দাতা সিরাজ বলে পরিচয় দেন। তবে সন্দেহ হওয়ায় কয়েকবার তাকে জিজ্ঞে্াসাবাদ করা হলে এক পর্যায়ে সে জানায়, তার নাম মিঠু। সঙ্গে থাকা বাবুকে দেখিয়ে বলে, বাবু টাকার প্রলোভন দেখিয়ে তাকে ভুয়া দাতা সাজিয়েছে। দলিলের স্বাক্ষীদাতা ছিলেন বাবুর সহযোগী নুর মোহাম্মদ। পরে তাদের পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, এঘটনায় আটক ৩ জনের বিরুদ্ধে অফিসের কেরানী মোক্তার হোসেন বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নিয়মিত মামলা করেছেন। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত দলিল লেখক ইকবাল হোসেন মিন্টুকে (দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক) শোকজ করা হয়েছে। তিনি বলেন, আমার সাব রেজিস্ট্রি অফিসে কোন দলিল লেখক জড়িত বা এ কাজে সহযোগিতা করলে তাদের বিরুদ্ধেও কঠিন শাস্তির আওতায় এনে ব্যবস্থা গ্রহনসহ তাদের লাইসেন্স বাতিল করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *