খাদ্য সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে মোংলা সাইলো পরিদর্শনে খাদ্য অধিদপ্তরের পরিচালক

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোংলা, বাগেরহাট প্রতিনিধি:

খাদ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণের লক্ষ্যে আজ মোংলা সাইলো পরিদর্শন করেছেন খাদ্য অধিদপ্তর, ঢাকা-এর পরিচালক মোঃ মাহবুবুর রহমান। পরিদর্শনকালে তিনি সাইলোর বর্তমান অবস্থা, সংরক্ষিত খাদ্যের গুণগত মান, ব্যবস্থাপনা কাঠামো এবং কার্যক্রমের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

পরিদর্শনের সময় তিনি সাইলোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং খাদ্য সংরক্ষণের আধুনিকায়ন, মজুদ ব্যবস্থাপনা ও বণ্টন কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দেন। তিনি সাইলোর কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন, যাতে খাদ্য নিরাপত্তা আরও দৃঢ় হয় এবং অপচয় রোধ করা যায়।

এসময় মোংলা সাইলোতে আর্জেন্টিনা থেকে আশা গমের জাহাজ “এম ভি :এলপিডা জিআর ” এর গম খালাসির কাজ চলমান থাকায় তিনি তা গুরুত্বের সঙ্গে পরিদর্শন করেন।

এ সময় তিনি শিপিং এজেন্ট সী পোর্ট শিপ সার্ভসেস লিঃ ও স্টিভেডর মেসার্স জহির ট্রেডার্স এর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন ও দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে মোঃ মাহবুবুর রহমান বলেন, “মোংলা সাইলো দেশের অন্যতম প্রধান খাদ্য সংরক্ষণাগার, যা জাতীয় খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতে আরও আধুনিক প্রযুক্তির সংযোজন এবং ব্যবস্থাপনার উন্নতির মাধ্যমে এই সাইলোর কার্যকারিতা আরও বৃদ্ধি করা হবে।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগ আঞ্চলিক নিয়ন্ত্রক মোঃইকবাল বাহার চৌধুরী,সাইলো অধিক্ষক মিঃঅরুপ কুমার (মোংলা) খুলনা ও বাগেরহাটের জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগন,খাদ্য অধিদপ্তরের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা, সাইলোর দায়িত্বশীল কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মোংলা সাইলো বাংলাদেশের অন্যতম বৃহৎ খাদ্য সংরক্ষণাগার, যেখানে বিপুল পরিমাণ খাদ্যশস্য সংরক্ষিত থাকে এবং জাতীয় পর্যায়ে খাদ্য সরবরাহ ও মজুদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement