খুলনা প্রতিনিধিঃ
উৎসবমুখর পরিবেশে পালিত হল খুলনা মহানগর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল। সোমবার ২৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এসময় খুলনা সার্কিট হাউস ময়দানে সম্মেলন শেষে বিকেলে জেলা স্টেডিয়ামের জিমনেশিয়ামে কাউন্সিলর অধিবেশন অনুষ্ঠিত হয়। উক্ত অধিবেশনে নির্বাচন কমিশনের মাধ্যমে হালনাগাদকৃত ৫০৫ জন কাউন্সিলরের ভোটে নেতা নির্বাচিত হন।
খুলনা প্রতিনিধির তথ্যে জানা যায়, নির্বাচনে খুলনা বিএনপির সভাপতি হিসেবে নির্বাচিত হন শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক পদে শফিকুল ইসলাম তুহিন। পরবর্তীতে নির্বাচিত নেতাদের সাথে নিয়ে মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে।
এইদিকে নবনির্বাচিত নেতাদের সর্বস্তরের ও পক্ষে বিপক্ষের নেতাকর্মীদের একসাথে নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে সভাপতি প্রার্থী তারিকুল ইসলাম জহির এক বিবৃতিতে বলেন,
“অভিনন্দন নবনির্বাচিত বিএনপির সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুহিন। জয় পরাজয় বড় বিষয় না। গণতান্ত্রিক চর্চার সৌন্দর্য এই নির্বাচন। মহানগর বিএনপির সকল প্রকার সহযোগিতায় আমরা একসাথে পথ চলব ইনশাল্লাহ। আর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে উদ্দাত্ত আহবান থাকবে, আপনাদের বিপক্ষে রায় যারা প্রদান করেছে, তাদেরকেও সাথে নিয়ে একসাথে পথ চলবেন”।