খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:
১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেছেন, গণতন্ত্র ও সঠিক নির্বাচন পেতে হলে, আগে দেশের মধ্যে একটি সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে হবে। আমরা একটি গণতান্ত্রিক সরকার চাই, একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার দেশ শাসন করবে। এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আগে সুসংহত করতে হবে। এজন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সেই সময়টুকু দিতে চাই।
শনিবার সকালে পিরোজপুর শহরের হোটেল রয়েল প্যালেস মিলনায়তনে ফ্যাসীবাদমুক্ত বাংলাদেশ ও আর্থ সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচনের আগে অনেক কাজ রয়েছে। সেই কাজগুলো যদি আমরা সঠিকভাবে করতে না পারি তাহলে নির্বাচন তো দূরের কথা ওই ফ্যাসিস্ট সৈরশাসক গোষ্ঠী আবারও আমাদের ঘাড়ে বসে সওয়ার করবে। স্বৈরশাসন কায়েম করতে দেশের হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে শেখ হাসিনার সরকার। শেখ হাসিনা দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন, যে কারণে দেশের অর্থনৈতিক অবস্থা আজ চরম নাজুক। বাংলাদেশের প্রশাসনের বিভিন্ন স্তরে তাদের লোক রয়েছে।
জাতীয় পার্টি (কাজী জাফর) পিরোজপুর জেলা শাখার সভাপতি তৌহিদ উদ্দিন শেখ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাদশা, মোস্তফা জামাল হায়দার এর ছেলে মোস্তফা জোবায়ের হায়দার, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম কিসমত সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।