শহিদুল ইসলাম খোকন, গাইবান্ধা:
গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গণ উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় গাইবান্ধায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক এ.কে.এম হেদায়েতুল ইসলাম উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজ এর উপাধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে সহকারী পরিচালক নেসারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, টিটিসি’র অধ্যক্ষ প্রকৌশলী আব্দুর রহিম, জিইউকের প্রতিনিধি জয়া প্রসাদ।
এসময় সর্বোচ্চ রেমিটেন্সকারী ৬জন ব্যক্তি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কে সম্মাননা ক্রেস্ট এবং প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে বিদেশগামী ৫জনের মাঝে ২ লক্ষ টাকা করে চেক প্রদান করা হয়। পছোড়াও দিবসটি এছাড়াও শহরের পৌরপার্কে মেলার আয়োজন করা হয়।