শহিদুল ইসলাম খোকন, গাইবান্ধা:
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তার স্ত্রী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় অন্তর্ভুক্তির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলা শাখার আয়োজনে মিছিলটি হর্কাস মার্কেটের সামন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিবি রোড়স্থ গার্নাস মার্কেটের সামনে এক পথসভার আয়োজন করেন।
পথসভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির জেলা সভাপতি সারওয়ার হোসেন শাহিন, সাধারণ সম্পাদক অধ্যাপক কাজী মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম লেবু ও জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মোস্তফা মহসিন সরকার ও জেলা ছাত্র সমাজের আহবায়ক আবু সাইন সরকার মুক্তারসহ জেলা,উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
পথসভায় বক্তারা অবিলম্বে জিএম কাদের ও তার স্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। পরে নেতাকর্মীরা জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন।