গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলা তথ্য অফিস এর আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে জানুয়ারি- মার্চ ২০২৫ কোয়াটারে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(এপিএ)’র আওতায় তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে জেলার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের উত্তর বুড়াইল গ্রামে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ মার্চ মঙ্গলবার নারী সমাবেশ ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা তথ্য অফিসার ইশতিয়াক আহমাদ আবীর,গাইবান্ধা ইসলামিক ফাউন্ডেশনের উপর পরিচালক মিরাজুল ইসলাম,সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেল(ওসিসি) প্রোগ্রাম অফিসার রুহুল আমিন সরকার, উদাখালি ইউনিয়ন পরিষদের সদস্য শাহানা বেগমসহ স্থানীয় নারীগণ। এতে স্বাগত বক্তব্য রাখেন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিস এর সাইন অপারেটর মাসুদুর রহমান (মাসুদ)।
এ নারী সমাবেশ ও মতবিনিময় সভা বক্তাগণ, ১. ডেঙ্গু প্রতিরোধ ২. নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ৩. শিশুকে মাতৃদুগ্ধ দান ৪. শিশু ও নারী অধিকার ৫. শিশুর যথাযথ বিকাশ ৬. অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য ৭. জন্ম নিবন্ধন ৮. শিক্ষা ৯. নারীর ক্ষমতায়ন ১০. নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ ১১. পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধ ১২. পরিবেশ সুরক্ষা ও দুর্যোগকালীন নারী ১৩. শিশুর সচেতনতা ১৪. জেন্ডার সমতা ১৫. নিরাপদ মাতৃত্ব ১৬. বাল্য বিবাহ ১৭. ইভটিজিং ও পরিস্কার পরিচ্চন্ন ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।