শহিদুল ইসলাম খোকন, গাইবান্ধা:
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জনসাধারণের দুর্ভোগ কমাত গাইবান্ধা দিদি দিন জনপ্রিয়তা পাচ্ছে জনতার বাজার।পুরাতন জেলা মোড়ে( পুলিশ ক্যাফের সামনে) জেলা প্রশাসকের সার্বিক সহোযোগিতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর আয়োজনে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ জনতার বাজার।
গ্রামীণ প্রান্তিক কৃষকদের কাছ থেকে আলু, পটল,শাক-সবজি, মরিচ,আদা,রসুন,পিঁয়াজ সংগ্রহ করে বাজার দরের চেয়ে ১৫ – ২০ টাকা কমে ক্রেতাদের বিক্রি করছেন তারা। দ্রব্য মুল্যের ঊর্ধ্বগতি কমাতে ও বাজার সিন্ডিকেট ভাঙ্গতে তাদের এই আয়োজন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা বলেন,সাধারণ মানুষ যাতে বিভ্রান্ত না হয়,সঠিকভাবে ক্রেতারা সেবা পায়,বাজার সিন্ডিকেট যেন না থাকে এ জন্য তাদের এ আয়োজন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেত্রী বলেন,যত দিন বাজার সিন্ডিকেট না ভাঙ্গাবে ততদিন তারা এ বাজার চালেয়ে যাবেন।
জাকির হোসেন নামে ক্রেতা জনতার বাজার উপর সন্তোষ প্রকাশ করে বলেন, গাইবান্ধা প্রত্যেকটি মোড়ে মোড়ে জানতার বাজার সাড়া বছর চলে এই কামনায় করি।যাতে সিন্ডিকেট ব্যবসায়ীরা যেন সাধারণ ছাত্রদের নিকট থেকে শিক্ষা পায়।
মুহিত নামে এক ক্রেতা বলেন, বাজারের থেকে এখানে দাম কম হওয়া সাধারণ মানুষ বাজার করে শস্তি পাবে।
তবে বাজার মনিটরিং এর পাশাপাশি যদি আর জনতার বাজার প্রত্যেকটি মোড়ে মোড়ে থাকতো তাহলে আরো ভালো হতো।