গাইবান্ধায় বিএনপি নেতা হামিদুল হক ছানার বিজয় র‍্যালিতে হাজার মানুষের ঢল

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

শহিদুল ইসলাম খোকন, গাইবান্ধা:

গাইবান্ধায় বিএনপি নেতা হামিদুল হক ছানার বিজয় র‍্যালিতে নেতা-কর্মীসহ হাজার হাজার মানুষের ঢল নেমেছে। বিজয় র‍্যালি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে গাইবান্ধা মুন্সিপাড়া এলাকার হালিম বিড়ি ফ্যাক্টারি মোড় এসে একত্রিত হয়। সকাল ১১ টায় জেলা বিএনপির সাবেক সভাপতি হামিদুল হক ছানার নেতৃত্বে র‍্যালিটি হালিম বিড়ি ফ্যাক্টারি মোড় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  পুরাতন জেলাখানা মোড়ে  এসে শেষ হয়।

এ সময় নেতা -কর্মীদের বিভিন্ন স্লোগানে মুখরিত করে পুরো গাইবান্ধা শহর।” আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে, স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লও সালাম, লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়, আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট- বোমা। তারেক রহমান বীরের বেশে,আসবে ফিরে এই দেশে।”

এদিকে বিজয় র‌্যালীকে আনন্দ মুখর করে তুলতে   বাদ্যযন্ত্র, জাতীয় পতাকার পাশাপাশি দলীয় পতাকা,সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবি সংবলিত পোস্টার ও ফেস্টুন ও নেতাকর্মীরা নানা ধরনের ক্যাপ পরিধান করে বিজয়ের আনন্দ উপভোগ করেন।

র‍্যালি শেষ বিএনপি নেতা হামিদুল হক ছানার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন আবু হেনা মোস্তফা কামাল মিঠু যুগ্ম সাধারণ সম্পাদক সাঘাটা থানা বিএনপি, শহিদুল ইসলাম সদস্য জেলা বিএনপি, এরশাদ মল্লিক সাবেক বিএনপি নেতা, হুমায়ুন কবির জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বিএনপি নেতা, রুহুল আমিন সরকার সাবেক সভাপতি, স্বেচ্ছাসেবক দল, সাদুল্লাপুর উপজেলা প্রমুখ।

এসময় হামিদুল হক ছানা বলেন,”বিগত সরকারের সময়ে নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতার করা হয়েছিল, যার কারণে আমরা আগে বিজয় র‍্যালি করতে পারিনি। তবে আজ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে, নেতাকর্মীদের সহযোগিতায় এই ঐতিহাসিক বিজয় র‍্যালি সম্পন্ন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। মহান রাব্বুল আলামিনের কাছে আবারো শুকরিয়া জানাচ্ছি।”

এদিকে, র‌্যালি ঘিরে অপ্রতিকর ঘটনা এড়াতে সড়ক ও মোড়ে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের টহল ছিলো চোখে পড়ার মতো।

উল্লেখ্য, এ্যাডভোকেট মো. হামিদুল হক ছানা গাইবান্ধার রাজপথে তিলতিল করে বেড়ে ওঠা একজন বর্ষিয়াণ রাজনীতিবিদ। কর্মীবান্ধব ও আন্দোলন-সংগ্রামে তার ভূমিকা ছিল অবিস্মরণীয়। জেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে হামিদুল হক ছানার সাহসীকতা ও সুনাম আছে জেলাজুড়ে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *