গাইবান্ধায় সেনা সদস্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সেনা সদস্য রুহুল আমিনের হত্যাকাণ্ডে জড়িতদের সকল আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মঙ্গলবার সকালে গাইবান্ধা শহরের গানাসার্স মার্কেটের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সংগঠন ও ফুলছড়ির সর্বস্তরের বিক্ষুব্ধ জনগণ যৌথ আয়োজনে এ মানববন্ধন শেষে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সেনা ক্যাম্পে স্মারকলিপি প্রদান করা হয়।

এ মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সেনা অফিসার অ্যাড. আইয়ুব আলী প্রধান, শাহাদত হোনে মাজু, সাবেক সেনা ওয়ারেন্ট অফিসার আমিুনল ইসলাম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার রফিকুল ইসলাম, অব: সার্জেন্ট জামিল আহমেদ, আনোয়ার হোসেন, মো. আবু তাহের, অবসরপ্রাপ্ত নৌ বাহিনীর অফিসার এনামুল হক, ফুলছড়ি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলামসহ অন্যান্যরা।

বক্তারা, রুহুল আমিনের হত্যাকাণ্ডে সাথে জড়িত সকল আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারী  বিরোধপূর্ণ বোরো ধানের জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য রুহুল আমিন গুরুতর আহত হয়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১ ফেব্রুয়ারী রুহুল আমিন মারা যান।

 

Advertisement
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement
Advertisement