গাইবান্ধা প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন গাইবান্ধার দুই কৃতি সন্তান। ছাত্র-জনতার বহুল আকাঙ্খিত রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (ন্যাশনাল সিটিজেন পার্টি – এনসিপি) আত্মপ্রকাশ করেছে গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নেন সারাদেশের লক্ষাধীক শুভাকাঙ্খী। এদিন সন্ধ্যার পরপরই নাহিদ ইসলামকে আহবায়ক ও আখতার হোসেনকে সদস্য সচিব করে আত্মপ্রকাশ করে দলটি।
আত্মপ্রকাশের পরদিন শনিবার (১ মার্চ) রাতে ২১৬ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশ করেছে এনসিপি। সেখানে জায়গা পেয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নাজমুল হাসান সোহাগ ও গাইবান্ধা পৌরসভার খানকাহ শরীফ এলাকার ফিহাদুর রহমান দিবস। কমিটিতে নাজমুল হাসান সোহাগকে সংগঠক (উত্তরাঞ্চল) ও ফিহাদুর রহমান দিবসকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চব্বিশের জুলাইয়ে গড়ে ওঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরপর যারা শিক্ষার্থী নয় এমন নাগরিকদের নিয়ে সেপ্টেম্বরে গঠিত হয় জাতীয় নাগরিক কমিটি। পরবর্তীতের এই দুই স্বতন্ত্র সংগঠনের যৌথ উদ্যোগে গঠিত হয় জনগণের আগ্রহ ও ভালোবাসার রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)।
ধাপেরহাট ইউনিয়নের ইসলামপুর গ্রামের নাজমুল হাসান সোহাগ ২০০৯ সালে বগুড়ার বিয়াম মডেল স্কুল ও কলেজ থেকে এসএসসি ও ২০১১ সালে রংপুরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর ২০১২-১৩ সেশনে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে অনার্স ও মাস্টার্স সম্পন্নের পর বর্তমানে এম. ফিল. প্রোগ্রামে (গবেষক) অধ্যয়নরত আছেন।
২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গঠন হওয়া বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক ছিলেন নাজমুল হাসান সোহাগ। ছিলেন ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরামর্শক ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য। জাতীয় নাগরিক কমিটি গঠনের পর কেন্দ্রীয় নির্দেশনা পেয়ে নাজমুল হাসান সোহাগ ও মাহামুদ মোত্তাকিম মন্ডলের নেতৃত্বে গাইবান্ধায় সাত উপজেলায় জাতীয় নাগরিক কমিটি প্রসার লাভ করে।
যুক্ত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) এবং বাংলাদেশ স্কাউটসেও। সামাজিক সংগঠন ঢাকাস্থ ভালোবাসা সমিতির গাইবান্ধা।