গাজীপুরে কোটি টাকার সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ ডুয়েট শিক্ষকদের বিরুদ্ধে

জহিরুল ইসলাম, গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর সিটি করপোরেশনের ভুরুলিয়া এলাকার কয়েক কোটি টাকার সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে ডুয়েটের ১৬ জন শিক্ষককের বিরুদ্ধে। স্থানীয় কয়েকজন প্রভাবশালী লোকের সহযোগিতায় তারা এসব জায়গা দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ওই এলাকার ব্যবসায়ী ও মানবি কনস্ট্রাকশনের মালিক সাইফুল ইসলাম সরকার। এছাড়া তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও তাকে প্রাণনাশেরও হুমকী প্রদান করা হচ্ছে। আজ রোববার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এসব অভিযোগ করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে তিনি বলেন, ভুরুলিয়া এলাকায় তাদের পৈত্রিক সম্পত্তিতে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন। সস্প্রতি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (ডুয়েট) ১৬ জন শিক্ষক ওই এলাকার জনৈক রেহেনা ও হোসেন শহীদ সরকারকে সাথে নিয়ে ৪৪১ শতাংশ জমি নিজেদের দাবী করে দখল করতে আসেন। এতে সাইফুল ইসলাম সরকার ও তার পরিবারের লোকজন বাধা প্রদান করলে চলে যায়। পরে গত ৫ আগষ্ট রাতে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালায় এবং মূল্যবান দলিলপত্র ও টাকা পয়সা নিয়ে যায়। এ সময় ভাড়াটিয়া সন্ত্রাসীরা তার প্রাণনাশের জন্য খুজতে থাকে। সংবাদ সম্মেলনে তার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *