গোপালগঞ্জে ২টি সরকারি অফিসে দুদকের অভিযান

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

গোপালগঞ্জে দুটি সরকারি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। লিখিত অভিযোগের ভিত্তিতে সোমবার (২০জানুয়ারি) সকাল ১১টায় দুদক গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে প্রথমে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পরে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গোপালগঞ্জ কার্যালয়ে অভিযান পরিচালিত হয়। এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।

অভিযানে সাবেক আইজিপি বেনজীর আহমেদের আলোচিত সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্কের চারপাশে সরকারি লক্ষ লক্ষ টাকা ব্যয়ে পয়ঃনিষ্কাশন ও পানি ড্রেইন নির্মাণসহ জনস্বার্থে নয় এমন অসংখ্য প্রকল্প গ্রহণ, টিউবয়েল বিতরণ ও স্থাপনে অনিয়ম করার বিষয়ে অভিযান পরিচালিত হয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে।

এরপর দুপুরে দুদক টিম অভিযান চালায় স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে। সেখানে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামে সিভিলসার্জন অফিসের অজ্ঞাতসারে ৩০ কোটি টাকারও অধিক ব্যয়ে ২০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণে অনিয়মের বিষয় তদন্ত করেন।

দুর্নীতি দমন কমিশন, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান আমাদের কন্ঠকে বলেন, প্রধান কার্যালয়ের নির্দেশে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। অভিযোগের ভিত্তিতে আজ আমরা যে দুটি দপ্তরের অনিয়মের বিষয়ে অভিযান পরিচালনা করেছি প্রাথমিকভাবে আমার  সত্যতা পেয়েছি। অভিযোগগুলি আরও অধিকতর অনুসন্ধান করার পরে ১০০% নিশ্চিত হলে কার্যকরি ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান কার্যালয়ে সুপারিশ করা হবে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement