গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় মসজিদ ইমামের মৃত্যু 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় হাফেজ জাহিদ হাসান নামে এক মসজিদের পেশ ইমাম মোটরসাইকেল আরোহীর মৃত্যু সূত্রপাত হয়েছে । গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের পশ্চিম চৌমাথা এলাকায় এ দুর্ঘটনার   ঘটেছে ।

নিহত জাহিদ হাসান (৩০) পাশ্ববর্তী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ কালুগাড়ী গ্রামের ছোলায়মান আলীর পুত্র । এব্যাপারে

পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, নিহত হাফেজ জাহিদ হাসান গতকাল সকালে তার শ্বশুর বাড়ী থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থল বগুড়ার দিকে যাওয়ার পথে গোবিন্দগঞ্জ পশ্চিম চৌমাথা নামক এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে একটি বিদ্যুৎ এর খাম্বার সাথে ধাক্কা লেগে মাথা ও মুখ থেতলে গিয়ে ঘটনাস্থলেই সে মারা যান। ঐ সময় দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজনসহ অবস্থানরত এক মসজিদের ইমাম ও আলেমগন ঘটনাস্থলে ছুটে এসে শোকাহত পরিবারকে সান্তনা দেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, এ দুর্ঘটনায় নিহত জাহিদ হাসান বগুড়ায় একটি মসজিদের ইমামতি করতেন। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ হস্তান্তর করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *