ফেনী প্রতিনিধি:
ঘুরে দাঁড়াবে ফেনী এর তত্ত্বাবধানে নতুন ঘর পেয়েছেন ফেনী সদর উপজেলার কাজীর বাগ ইউনিয়নের গিল্লাবাড়িয়া সড়কের বারিক ভূঁইয়া বাড়ির ফরিদা আক্তার ও পার্শ্ববর্তী বাড়ির গীতা রানী। এরমধ্যে গীতার ঘরটি রোটারির অনুদান ও ফরিদার ঘর ঘুরে দাঁড়াবে ফেনী এর নিজস্ব অর্থায়নে সম্পন্ন করা হয়।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ঘর হস্তান্তরকালে উপস্থিত ছিলেন এই প্ল্যাটফর্ম এর সমন্বয়ক নাসির উদ্দিন সাইমুম, রোটারিয়ান জালাল উদ্দিন বাবলু, সাংবাদিক মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, আসাদুজ্জামান দারা, ক্রীড়া সঙগঠক রিয়াজ উদ্দিন রবিন, শরীফুল ইসলাম অপু, রানা হাসান।
এ সময় সাংবাদিকদের মধ্যে ছিলেন নজির আহমদ রতন, নাজমুল হক শামীম, আবদুল্লাহ আল মামুন, শাহজালাল ভূঁইয়া, শেখ আশিকুননবী সজীব, এমরান পাটোয়ারী, ফটো সাংবাদিক এসোসিয়েশন ফেনী জেলার সভাপতি ইয়াসির আরাফাত রুবেল, সাধারণ সম্পাদক দুলাল তালুকদার, মাসুম বিল্লাহ ভূঁইয়া, মোঃ মাসুদ, স্বেচ্ছাসেবী সংগঠক নিষাদ আদনান প্রমুখ।
প্রসঙ্গত, এ নিয়ে ঘুরে দাঁড়াবে ফেনী এর তত্ত্বাবধানে বন্যা পরবর্তী পূণর্বাসনের অঙশ হিসেবে ১৮ টি ঘর হস্তান্তর করা হয়। আরো ১২ টি ঘরের কাজ চলছে বলে জানান সমন্বয়করা।