ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে পাইকগাছায় বৈরী আবহাওয়া, আতঙ্কে সাধারণ মানুষ 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ রফিকুল ইসলাম খান, পাইকগাছা(খুলনা) প্রতিনিধি :

 

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘দানা’ বর্তমানে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এই ঝড়ের প্রভাবে খুলনার পাইকগাছা উপকূলীয় এলাকায় বৃষ্টি এবং বৈরী আবহাওয়া বিরাজ করছে। নদীতে পানির স্তর বৃদ্ধি পাওয়ায় উপকূলীয় এলাকার মানুষদের মধ্যে ভেড়িবাঁধ নিয়ে উদ্বেগ বেড়েছে। বিশেষ করে দেলুটি, গড়ইখালী, লস্কর, রাড়ুলী, লতা, গদাইপুর ও সোলাদানা ইউনিয়নের বাসিন্দারা আতঙ্কের মধ্যে দিন পার করছেন। বৈরী আবহাওয়ার কারণে দিনমজুর, ভ্যানচালকসহ নিম্ন আয়ের মানুষজন চরম বিপাকে পড়েছেন।

 

উপজেলা প্রশাসনের তথ্যানুসারে, ঘূর্ণিঝড় মোকাবেলায় ১০৮টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে, যাতে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষ আশ্রয় নিতে পারে। খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ জানিয়েছেন, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঝড়ের মূল পথ উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের দিকে হওয়ায় খুলনায় বড় ধরনের আতঙ্কের কারণ নেই। তবে দমকা হাওয়া ও ভারী  বৃষ্টি হতে পারে।

 

Advertisement
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement
Advertisement