শাওন মিয়াজী, স্টাফ রিপোর্টার:
ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলা ৩নং আমুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড ঘোষেরহাটে বিএনপির অফিস উদ্বোধন করা হয়েছে।বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এ অফিস উদ্বোধন করেন।
তোফাজ্জল হোসেন মোল্লার সভাপতিত্বে ও মামুন হোসেনের সঞ্চালনায় অফিস উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আকতার হোসেন নিজাম মিরবহর, সাংগঠনিক সম্পাদক আলিম মুন্সি, সাংগঠনিক সম্পাদক শাহীন হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক তুষার মুন্সি, ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির গোলদার, সাধারণ সম্পাদক মন্নান তালুকদার, ইউনিয়ন যুবদল নেতা বাবুল ফরাজি, বাসার মুন্সী, মিজানুর শিকদার প্রমুখ
অফিস উদ্বোধন শেষে প্রধান অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম মিরবহর বলেন, দলের ভিতরে কিছু অনুপ্রবেশকারী ঘোরাঘুরি করে তাই আমাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে কেউ যাতে কোন প্রকার বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। তিনি আরো বলেন ত্যাগী ও নির্যাতিতদের কাফেলায় কোন অনুপ্রবেশকারীদের জায়গা হবে না, আমরা জানি দলের কোন নেতাকর্মী ত্যাগী ও নির্যাতিত, ত্যাগীদের আমরা এবং আমাদের নেতা রফিকুল ইসলাম জামাল ভাই মূল্যায়ন করেন এবং ভবিষ্যতেও করবেন।