ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি  

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

রেজাউল করিম খান, সিরাজগঞ্জ:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যেদিয়ে পৌর ভাসানী মিলনায়তনের সবুজ চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা সভাপতিত্ব করেন জেলা ছাত্র ছাত্র দলের সভাপতি মোঃ জুনায়েদ হোসেন সবুজ। অনুষ্ঠানে  সঞ্চালনা করেন জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ সেরাজুল ইসলাম সেরাজ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থেকে ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য র‍্যালীর শুভ উদ্বোধন ঘোষণা করেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও  জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি রুমানা মাহমুদ, বলেন,নব্বইয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন কিংবা এর পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও সামনের সারিতে দেখা গেছে ছাত্রদলকে। ২০০৯ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে বেশি নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে বিএনপির এই সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ছাত্র-জনতার নজিরবিহীন গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট পতন হয় টানা ১৬ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের। ওই দিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে নিরাপদ আশ্রয় খুনি  হাসিনা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক  সাইদুর রহমান বাচ্চু,  জেলা বিএনপি সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম – সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন,যুগ্ম সাধারণ সম্পাদক  মোঃ হারুন অর রশিদ খান হাসান, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশসহ বিএনপি ও তার সকল অংগ  সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন,অপর দিকে   জেলা বিএনপির দলীয় কার্যালয়  সামনে থেকে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের এস এস রোড হয়ে বাজার স্টেশনে গিয়ে শেষ হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *