জনগণকে সাথে নিয়ে আইনশৃঙ্খলার উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান – স্থানীয় সরকার উপদেষ্টা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদকঃ

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, স্থানীয় সরকার বিভাগের সকল পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে আইনশৃঙ্খলা বাহিনী এবং জনগণকে সাথে নিয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত যে ধরনের উদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে তা দূরীভূত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারী স্থানীয় সরকার বিভাগ কর্তৃক আয়োজিত ‘জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে উপদেষ্টা এ কথা বলেন।

উপদেষ্টা আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেক চ্যালেঞ্জ রয়েছে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় তা মোকাবিলা করতে হবে। এছাড়াও নাগরিক ভোগান্তি কমাতে অন্তত সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলোতে দ্রুত নির্বাচন হয়ে যাওয়া উচিত বলে উল্লেখ করেন তিনি। নাগরিক সেবায় গতিশীলতা আনয়নে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের বিষয়ে গুরুত্বারোপ করেন উপদেষ্টা।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কারের পাশাপাশি আমাদের নিজেদের চিন্তা- চেতনা-আচরণের মধ্যেও সংস্কার আনা জরুরী। জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ এর পর বাংলাদেশের মানুষ সকল ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে চায়। কিন্তু এখনো অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ বিব্রতকর বক্তব্য দিচ্ছেন। রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য আরো মার্জিত এবং ভদ্রোচিত হওয়া উচিৎ বলে মনে করেন উপদেষ্টা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের কমিশন প্রধান ড. তোফায়েল আহমেদ। স্থানীয় সরকার বিভাগের সচিব মো: নিজাম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব প্রশাসন এ.কে.এম. তারিকুল আলম। এছাড়াও স্থানীয় সরকার বিভাগের প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement