তৌকির আহাম্মেদ,সাভার:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধা সংসদের ব্যানার নিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মিছিল করায় ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গন থেকে তাদেরকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।
আটককৃতরা হলো- সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার কাজীপুর গ্রামের মৃত গাজী আহাম্মদ হোসেন চাকলাদারের ছেলে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম কেন্দ্রীয় সংসদের মহাসচিব সেলিম রেজা (৪৭), ভোলা জেলার সদর থানার মৌটুপি গ্রামের মৃত ইছাহাক জমাদ্দারের ছেলে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম কেন্দ্রীয় সংসদের সদস্য মোঃ শহিদুল ইসলাম (৫০), এবং ঢাকার আশুলিয়া থানার দক্ষিন গাজীরচট শেরআলী মার্কেট এলাকার মৃত আঃ জব্বারের ছেলে মোঃ সোহেল পারভেজ (৪১)।
পুলিশ জানায়, আটককৃতরা সঙ্গবদ্ধভাবে মুক্তিযোদ্ধা সংসদের পতাকা এবং ব্যানার নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন। এ সময় তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধুসহ শেখ মুজিবুর রহমানের নামে শ্লোগান দিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। এ সময় বাকিরা দৌড়ে পালিয়ে যায়।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তাদেরকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।