কাঠালিয়া (ঝালকাঠি)প্রতিনিধি:
বৈষম্যবিরোধী আন্দোলনে ঝালকাঠির কাঠালিয়ার ২ শহীদ পরিবারের মধ্যে ঈদ উপহারসামগ্রী বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।শনিবার কাঠালিয়ার ২ শহীদ মোঃ সুজন ও রাকিব হাওলাদার এর পরিবারের কাছে এ উপহার পৌঁছে দেয়া হয়।
ঈদ উপহারসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, আজাদুর রহমান খান আহবায়ক ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দল, মোঃ হেদায়েতুল ইসলাম সোহেল সিনিয়র যুগ্ন আহবায়ক ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দল, জালালুর রহমান আকন ভারপ্রাপ্ত সভাপতি কাঁঠালিয়া উপজেলা বিএনপি, তুষার মুন্সি আহ্বায়ক কাঁঠালি উপজেলা ছাত্রদল, এছাড়াও কাঠালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শহীদ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং ঈদের আনন্দ ছড়িয়ে দিতে জিয়াউর রহমান ফাউন্ডেশন সারা দেশে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ কার্যক্রম পরিচালনা করছে, এরই অংশ হিসেবে ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় ২ শহীদ পরিবারের কাছে উপহার পৌঁছে দেওয়া হয়।