নিজস্ব প্রতিবেদকঃ
জুয়ার টাকা জোগাড় করতে গিয়ে গৃহকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করলো শিক্ষার্থী। তার নাম আবির আল রাফি। সে নোয়াখালীর সদর থানার চরমটুয়া গ্রামের মেজবাহ উদ্দিনের ছেলে। সংবাদ সম্মেলনে এমন তথ্যই জানালেন পিবিআই ফেনীর পুলিশ সুপার জয়িতা শিল্পি।
বুধবার দুপুরে ফেনীর পিবিআই কার্যালয়ে ক্লু-লেস হত্যা মামলায় রহস্য উদঘাটন নিয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরো জানান, গত ২৬ ডিসেম্বর ফেনী পৌরসভাস্থ ফলেশ্বর এলাকার সাবেক কমিশনার ফারুকের বাড়িতে গৃহকর্মী মাসুদাকে ছুরিকাঘাতে হত্যাকরে পালিয়ে যায় একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আবির আল রাফি। হত্যাকান্ডের পর কলেজের পিছন নিজের পরিহিত রক্তমাখা জামা ড্রেনে রেখে চট্টগ্রামে আত্মগোপনে চলে যায়। প্রযুক্তির সহাযতায় চট্টগ্রামের হাটহাজারী থেকে তাকে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে সে জানান বেশ কিছুদিন ধরে অনলাইনে জুয়াখেলে লোকসানে পড়ে। সে টাকা জোগাড় করতে ল্যাপটপের কথা বলে বাবার কাছ থেকে টাকা আনে। সে টাকাও জুয়া খেলে উড়িয়ে দেয়। পরবর্তীতে জুয়ার নেশায় টাকা জোগাড়ে চুরি ছিনতাইয়ে জড়িয়ে পড়ে। এক পর্যায় ফারুক কমিশনারের বাড়িতে চুরি করতে প্রবেশ করে। এসময় ঘরের গৃহকর্মী তাকে দেখে ফেলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। একপর্যায় গৃহকর্মী নিহত হয়। সে ঘটনায় ফেনী মডেল থানায় মামলা হয়। পিবিআই ছায়াতদন্ত করে ঘটনার রহস্য উদঘাটন করে এবং আসামীকে গ্রেপ্তার করতে হয়।