জুলাই বিপ্লবের পরে একের পর এক ষড়যন্ত্র শুরু করেছে ভারত – রিজভী

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

আমাদের কণ্ঠ প্রতিবেদক:

জুলাই বিপ্লবের পর একের পর এক ষড়যন্ত্র শুরু করেছে ভারত এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দিল্লির কাছে আত্মসমর্পণ করার জন্য রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করা হয়নি। সুতরাং দেশের বিরুদ্ধে এ যড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান তার। রুহুল কবির রিজভী আজ ১১ ডিসেম্বর বুধবার  দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি আয়োজিত ভারতীয় পণ্য বয়কট কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা ভারতের পণ্য বর্জন করছি। কারণ তারা এই দেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করে না। তাদের বন্ধুত্ব শুধু শেখ হাসিনার সঙ্গে। সে বন্ধুত্বে জোড়ে শুভেন্দু মমতারা নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ভারতে চিকিৎসা বন্ধের হুমকির প্রেক্ষিতে রিজভী বলেন, মনে করেছেন যে- বোধহয় বাংলাদেশের মানুষ এতে অস্থির হয়ে গেছে। না, বাংলাদেশের মানুষ আনন্দিত এখন। আমাদের অনেক মেডিকেল কলেজ আছে, অনেক হাসপাতাল আছে, আপনারা কিসের অহংকার করেন। এখন বাংলাদেশের মানুষ প্রয়োজন হলে দেশেই চিকিৎসা সেবা নিবে। তিনি আরও বলেন, ভারতের এ ধরনের পররাষ্ট্র ণীতির বিরুদ্ধে আমরা এক ও ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলব। লড়াই করব, সংগ্রাম চালিয়ে যাব।

ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সাবেক কেন্দ্রীয় যুবদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ঢাকা জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোকাররম হোসেন সাজ্জাদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম মানিক, দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপি সহ-সভাপতি আলী হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *