ঝিনাইদহ প্রতিনিধি:
“স্কুল হোক বিজ্ঞান শিক্ষার আনান্দময় কর্মকান্ডের কেন্দ্র বিন্দু” এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে মাধ্যমিক স্কুল পর্যায়ে বিজ্ঞান শিক্ষার মান উন্নয়ন বিষয়ক জেলা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সকালে ঝিনাইদহ স্কাউট ভবনের অডিটরিয়ামে ঝিনাইদহ ওয়েলফেয়ার এফোর্টস (উই) এর আয়োজনে ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সরকারি নুরুন নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন. এম শাহাজালালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধূরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার( ভারপ্রাপ্ত) মো: আজহারুল ইসলাম, নারিকেল বাড়িয়া আমেনা খাতুন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুর রহামান টুকু, ঝিনাইদহ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মোঃ কামরুজ্জামান ও হরিণাকুন্ডু মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মাছুরা খাতুন।
উল্লেখ্য, ঝিনাইদহ সদর উপজেলার নির্বাচিত ২০টি ও হরিণাকুন্ডু উপজেলার ১০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে এ জেলা সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা সেমিনারে প্রধান অতিথি বলেন বিদ্যালয় সমূহে বিজ্ঞান পড়ুয়া শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। বাস্তব জীবনে বিজ্ঞান শিক্ষার খুবই প্রয়োজন। সে কারনে শিক্ষার্থী, অভিভাবক সকলের সাথে মতবিনিময় করে বিজ্ঞান ভীতি দূর করে শিক্ষার্থীরা যাতে বিজ্ঞান মুখি হয় সে বিষয়ে সকলকে এক সাথে কাজ করার আহবান জানান।