মোঃ-মহিউদ্দাীন,ঝিনাইদহ প্রতিনিধি:
‘শান্তির সংস্কৃতি গড়ে তোলা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব শান্তি দিবস পালিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস ঝিনাইদহ জেলা ও বাংলাদেশ স্কাউটস ঝিনাইদহ সদর উপজেলার যৌথ উদ্যোগে শনিবার সকালে শহরের স্থানীয় পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য বাইসাইকেল র্যালী বের করা হয়। র্যালী ঝিনাইদহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ পর জেলা স্কাউটস ভবনে গিয়ে সমাপ্ত হয়। র্যালীর নেতৃত্ব দেন ঝিনাইদহের নবাগত জেলা প্রশাসক ও জেলা স্কাউসসের সভাপতি মোহাম্মদ আবদুল আওয়াল।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহের স্থাানীয় সরকার শাখা উপপরিচালক রথীন্দ্রনাথ রায়, ঝিনাইদহ সদর উপজেলার সহকারী কমিশনার(ভৃমি) সজল কুমার দাস,জেলা স্কাউটস কমিশনার মোঃ মহিউদ্দীন,জেলা স্কাউটস সম্পাদক মুহাঃ আবুবকর ছিদ্দীকএলটি, সদর উপজেলা স্কাউটস কমিশনার মোহাম্মদ আলী ও উপজেলা স্কাউটস সম্পাদক আব্দুল মমিন প্রমুখ।
পরে দিবসটি উপলক্ষে সেখানে কাঁঠালী চাঁপা ফুলের চারা রোপন করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠান হতে প্রায় তিন শতাধিক স্কাউট এবং কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করে। নবাগত জেলা প্রশাসক বলেন, এই পৃথিবীটাই আমাদের বাসভ’মি,এখানে থাকতে হবে শান্তিতে,বন্ধুত্বপূর্ণ ভাবে,সকলের সঙ্গে সকলের সম্ভাব বজায় রেখেই চলতে হবে।আর যে বিশ্বে শান্তি নেই সেখানে থাকা অসম্ভব। ফলে ভালোভাবে পৃথিবীতে বেঁচে থাকতে চাইলে শান্তি বজায় রাখা খুবই জরুরি।