মোঃ মহিউদ্দীন, ঝিনাইদহ প্রতিনিধি:
উৎসব উদ্দীপনের মধ্য দিয়ে দীর্ঘ দুই যুগ পর ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির নির্বাচনে দুইটি পরিষদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। দুইটি পরিষদে বিএনপি সমর্থিত মোয়াজ্জেম-পান্নু পরিষদ ও জামায়াত ইসলামী সমর্থিত শহীদ-আলম পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে। শনিবার সকাল ৯ থেকে শুরু করে বিকাল ৪ পর্যন্ত ভোট গ্রহণ চলে। পরবর্তীতে ৫টা থেকে ভোট গণনা শুরু হয় এবং রাত ১২ টার দিকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের দায়িত্ব পালনকারী কাজী একরামুল হক আলম। সর্বমোট ৩০৩ জন ভোটারের মধ্যে ২৩৪ জন ভোটার তাদের মূল্যবান ভোট প্রদান করেন।
এবারের নির্বাচনে বিএনপি সমর্থিত মোয়াজ্জেম-পান্নু পরিষদ জামায়াত ইসলামী সমর্থিত শহীদ-আলম পরিষদকে বিপুল ভোটে কুপোকাত করে ২১ টি পদের মধ্যে ২০ টি পদে বিজয়ী হয়েছেন। জামাাত সমর্থিত পেয়েছে একটি। সভাপতি মো: মোয়াজ্জেম হোসেন ১৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন পাশাপাশি নিকটতম প্রতিদ্বন্দ্বী শহীদ পেয়েছেন ৩৯ ভোট। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু ১৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন পাশাপাশি নিকটতম প্রতিদ্বন্দ্বী আলম পেয়েছেন ৫৫ ভোট। কোষাধ্যক্ষ পদে জিয়াউল ইসলাম ফিরোজ ১৬২ ভোট পেয়ে বিজয়ী হন। উক্ত নির্বাচনে জামায়াত ইসলামী সমর্থিত মো: আব্দুর রাজ্জাক খান ১১১ ভোট পেয়ে ( ১) যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন।