কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে ৬ ইটভাটা মালিককে ১২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। গতকাল মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত টেকনাফ উপজেলার হোয়াইক্যং দৈংগ্যকাটায় ৬টি ইট ভাটায় অভিযান চালিয়ে প্রতি ইট ভাটাকে ২ লক্ষ টাকা করে মোট ১২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও ভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তর ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজওয়ান-উল-ইসলাম।
পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার অফিসের সহকারী পরিচালক মো. রুনায়েত আমিন রেজা জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯)- এর বিভিন্ন ধারা লংঘনের অপরাধে টেকনাফ উপজেলার ৬ টি অবৈধ ইট ভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট অভিযানে প্রতিটি ইট ভাটাকে ২ লক্ষ টাকা করে মোট ১২ লক্ষ টাকা অর্থদন্ড নগদ আদায় করা হয় এবং ইট ভাটাগুলোর সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জনাব আবদুছ ছালাম ও পরিদর্শক জনাব মুসাইব ইবনে রহমান। সহযোগিতায় ছিলেন টেকনাফ মডেল থানার পুলিশ,র্যাব,ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাগন।