টেকনাফে বিজিবির পৃথক অভিযানে নারী মাদক কারবারি আটক

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজার টেকনাফ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ২ কেজি ১২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার ও ৪ হাজার ৭৪০ পিস ইয়াবাসহ রায়লা বেগম (৫৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে টেকনাফ ২ ব্যাটালিয়ন (বিজিবি)। গতকাল রবিবার রাতে হ্নীলা চৌধুরীপাড়া এলাকায় ও দমদমিয়া চেকপোস্ট থেকে মাদক উদ্ধারহসহ নারীকে আটক করা হয়।

আটককৃত, রায়লা বেগম (৫৫) টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকার মৃত তৈয়ম গোলালের কন্যা ।

 

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ভোররাতে হ্নীলা চৌধুরীপাড়া এলাকায় এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে ব্যাগ ফেলে রাতের অন্ধকারে মিয়ানমারে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ থেকে ২ কেজি ১২৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়।

অন্যদিকে, দমদমিয়া চেকপোস্টে টেকনাফ কক্সবাজারগামী একটি (পালকি পরিবহন) বাসে তল্লাশি কালে একজন মহিলা যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়। উক্ত মহিলা স্বীকারোক্তিতে তার হাতে থাকা নাস্তার ব্যাগের ভিতরে অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা ৪ হাজার ৭৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *