ডিগবাজি জায়েদ খান এখন উপস্থাপক

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

আমাদের কন্ঠ প্রতিবেদকঃ

ডিগবাজি খ্যাত অভিনেতা জায়েদ খান। অভিনয়ে নিজের আলো ছড়াতে না পারলেও শিল্পী সমিতির নির্বাচন থেকে শুরু করে ডিগবাজি সব কিছু দিয়েই নানা সময়ে আলোচনার শীর্ষে ছিলেন তিনি। ফ্যাসিস্ট হাসিনার পতনের সময়ে তার দোসররা সবকিছু গুছিয়ে দেশ থেকে পালিয়েছে, তাদের মধ্যে অন্যতম বাংলাদেশের তথাকথিত অভিনেতা জায়েদ খান। সিনেমা রেখে এবার উপস্থাপনায় যুক্ত হয়েছেন তিনি।

গেল জুলাইতে কোটাবিরোধী আন্দোলন শুরু হলে দেশের বাইরে পাড়ি জমান জায়েদ। আমেরিকায় স্টেজ শো’তে অংশ নেওয়ার জন্যই সেখানে গেছেন বলে জানা যায়। তবে সরকার পতন হলে তিনি আর দেশে ফেরেননি,এরই মধ্যে তার বিরুদ্ধে খালেদা জিয়া হত্যাচেষ্টায় মামলাও হয়েছে এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দৈনিক আমাদের কণ্ঠে প্রকাশিত হয়েছে।মামলা হওয়ার খবরে বেশ চিন্তিত বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি তাই আপাতত দেশে না ফেরার সিদ্ধান্তই নিয়েছেন ।বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন অভিনেতা,আর সেখান থেকেই নতুন খবর দিলেন তিনি।

যুক্তরাষ্ট্রের অন্যতম বাংলা গণমাধ্যম ‘ঠিকানা’ খবর প্রায় সবারই জানা। ঠিকানা’র নতুন চমক হয়ে এবার দর্শকদের সামনে ধরা দিলেন বাংলাদেশি অভিনেতা জায়েদ খান। এরই মধ্যে তাকে নিয়ে প্রকাশ হয়েছে একটি টিজার। টিজারের শুরুতেই দেখা যায়, ‘দ্যা রিয়েল বেঙ্গল টাইগার’ হিসেবে জায়েদ খানকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। যেখানে দেখা যায়, শুটিং ফ্লোরে জুতার ফিতা লাগাচ্ছেন তিনি। নিউ ইয়র্ক শহরের বুকে বসে পান করছেন কফি আর হাঁটতে হাঁটতে হঠাৎ পথচারীদের চমকে দিচ্ছেন তার সিগনেচার স্টাইলের সেই ডিগবাজি। শেষে পর্দায় উঠছে ‘ইনট্রোডিউচিং জায়েদ ২.০’।

নিউ ইয়র্ক থেকে জায়েদ খান জানান, “নায়ক হিসেবে নন এবার তিনি পর্দায় হাজির হচ্ছেন একজন সঞ্চালক হিসেবে ” তিনি আরও বলেন, “কখনোই উপস্থাপক হিসেবে কাজ করিনি এবার সেটা করতে যাচ্ছি বিষয়টি নিয়ে খুবই উচ্ছ্বসিত এবং নার্ভাস। আপনারা জানেন, ঠিকানা প্ল্যাটফর্ম হিসেবে বেশ বড়। সেখানেই করছি শো’টি। কয়েকটি পর্ব করব, এরপর দর্শক পছন্দ করলে আগাবো আর না হলে চুপ হয়ে যাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *