মোর্শেদ মারুফ
আজকাল ফেইসবুক খুললেই দেখা যায় চাটুকদার বিজ্ঞাপন, আর এই বিজ্ঞাপন থেকেই দেশের বিভিন্ন শ্রেণীর মানুষ প্রতারণার শিকার।লোভনীয় বিজ্ঞাপন দেখে: আমাদের কন্ঠ পত্রিকার অনুসন্ধানী টিম মাঠে নামেন এবং প্রতারণার ফাঁদে পড়ে কিভাবে একজন মানুষ প্রতারিত হয়ে নিঃস্ব হয়ে যায়।
মেহেদী হাসান নামের এই ফেইসবুক আইডি থেকে ২৪ মাসের সহজ কিস্তিতে মটর সাইকেল বিক্রয় করা হয়, এমন বিজ্ঞাপন দিয়ে সারাদেশ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ আসে। অভিযোগের সততা যাছাই করতে প্রতারকের প্রতিটি নির্দেশ ফ্লো করতে থাকে অনুসন্ধানী টিম, তাকে জিজ্ঞেস করা হয় এতো দামি গাড়ী অল্প টাকায় কিভাবে সম্ভব, প্রশ্নের উত্তরে বলে আমরা ইন্ডিয়ার বর্ডার ক্রস করে গাড়ী নিয়ে আসি এবং কাস্টমস্ কর্মকর্তার ছাড়পত্র নিয়ে আমরা গাড়ী গুলো সেল করে থাকি, তারপর গাড়ী নিতে কি কি প্রয়োজন এনআইডি কার্ড ও ঠিকানা।
প্রতারক প্রথমে তার নগদ নাম্বারে ২৫০০ টাকা দিতে বলে তারপর টিমের পক্ষ থেকে ০১৭৭৭৩৮৪৩৯২ এই নাম্বারে টাকা পাঠানো হলে, প্রতারক কিছুক্ষন পরে আবার ফোন করে বলে ডাউন পেমেন্টের পাঁচ হাজার টাকা দিলেন না তো, কিছুক্ষন পরে আবার একেই নাম্বারে পাঁচ হাজার টাকা পাঠানো হলে আবার কিছুক্ষন পরে দুই হাজার টাকা চেয়ে বসে এবং বলে কাগজপত্র ঠিক করে না দিলে গাড়ি চালাবেন কিভাবে।এরপর থেকে শুরু হয় বিভিন্ন তালবাহানা, এভাবেই চলছে সোশ্যাল মিডিয়ায় প্রতারণা।
ফেইসবুক পেইজে শুধু প্রতারণায় নয় অশ্লীল কর্মকান্ডে আসক্ত হচ্ছে পুরো জাতি। আজকাল ঘরে ঘরে প্রতিটি মানুষের হাতে দেখা যায় স্মার্ট ফোন আর এসব ফোন চলে ইন্টারনেটের মাধ্যমে, বয়সে ছোট কিবা বড় স্মার্ট ফোনটি হাতে নিলেই চোখের সামনে ভেসে উঠে অশ্লীল ভিডিও অথবা অশ্লীল বিজ্ঞাপন, এসব প্রতরণা আর অশ্লীল কর্মকান্ড হতে থাকলে দেশের মানুষ একটা সময় ভালো কাজ ও ধর্মান্ধ থেকে বিতাড়িত হয়ে যাবে। দেশের সুশীল সমাজ বলছে আইনী ব্যবস্থা না থাকলে ধ্বংস হয়ে যাবে আগামীর সমাজ।