খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:
পিরোজপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে জেলা স্টেডিয়ামের সামনে থেকে কাউখালী উপজেলার শিয়ালকাঠি চৌরাস্তা মোড় পর্যন্ত এ র্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালি উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খাঁন ও পৌর প্রশাসক মোঃ আসাদুজ্জামানসহ জেলা প্রশাসন এবং বিভিন্ন সরকারি দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
র্যালিতে জেলার সাইকেল গ্রুপের তরুণ সদস্য ও সকল শ্রেণি পেশার মানুষসহ বিভিন্ন স্কুল-কলেজের প্রায় ২৫০ জন সাইকেল চালক এতে অংশগ্রহণ করেন।